সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাইয়ান হোসেন (০৮)। রাইয়ান জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের সুপারি ব্যবসায়ী আব্দুছ ছালাম ছলন মিয়ার তৃতীয় ছেলে এবং কুসুম কলি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
সোমবার (১০ নভেম্বর) বিকেল আনুমানিক ২টার দিকে সিলেট-জকিগঞ্জ মেইন সড়কের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাইয়ান হঠাৎ রাস্তায় উঠে পড়লে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাইয়ানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা টমটমটি আটক করলেও চালক পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত শিশুর পরিবার জানিয়েছে, তারা ময়নাতদন্ত ছাড়াই রাইয়ানকে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন। এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন