সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা দক্ষিণ পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মুজিবুর রহমান ওরফে লখাই (৬৪) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৫৭) গতকাল রবিবার সন্ধ্যা ৭টার সময় ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় নিহত হয়েছেন।
ওই দম্পতি মোটরসাইকেলযোগে ধর্মপাশা থেকে গাজীপুর যাওয়ার পথে ভালুকায় এ ঘটনা ঘটে। তাদের পরিবারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।
জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) সকালে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড হলিদাকান্দা দক্ষিণ পড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মুজিবুর রহমান ওরফে লখাই (৬৪) তার স্ত্রী হোসনে আরা বেগম (৫৭)-কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ধর্মপাশা থেকে গাজীপুরে নিজ বাসায় যাওয়ার পথে ময়মনসিংহের ভালুকার হাজীর বাজারে বাসের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ভালুকা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও বাস জব্দ করে এবং মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর পরে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে তাদের স্বজনরা ভালুকা থানায় গিয়ে বিনা অভিযোগে মরদেহ দুটি নিয়ে আসার আবেদন করলে ভালুকা হাইওয়ে থানার ওসি মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্থান্তর করেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটায় তাদের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তাদের মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন