ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সন্ধ্যায় গাবখান ব্রিজের পশ্চিম ঢাল এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন-ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের টিপু হাওলাদার-উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য, এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পারদেশীপুর ইউনিয়নের ওলি-যিনি ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চার যুবক দুটি মোটরসাইকেলে করে মহাসড়কের প্রতাপ এলাকায় গিয়ে টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে এবং সরকারবিরোধী স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। কিছুক্ষণ পর সেই ঘটনার ছবি-ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
পুলিশ জানায়, টিপু হাওলাদার ও ওলি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসিব মাহমুদ অপু ও সদস্য দিপুসহ তাদের বিরুদ্ধে ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরে রাস্তা অবরোধ, গাছ কেটে ভয়ভীতি ছড়ানো, বাড়িঘরে ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়ভাবে ওলিকে ভাড়াটিয়া খুনি হিসেবেও চিহ্নিত করা হয়।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন