লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে টিসিবি কার্ড করে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে এক গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ঘুষ দেওয়া টাকা ফেরত চাইতে গেলে ওই গ্রাম পুলিশের হামলায় মা-ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১২ নভেম্বর সারপুকুর ইউনিয়নের মধুপুর এলাকায়।
এজাহার সূত্রে জানা যায়, এলাকার লোকমান আলীর ছেলে গ্রাম পুলিশ আরিফ হোসেন দীর্ঘদিন ধরে টিসিবি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে ১ হাজার টাকা করে নিতেন। চার মাস আগে দেওয়া ঘুষের টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগী সৈয়দ আলীর ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
এর পরপরই আরিফ হোসেনের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুলের বাড়িতে হামলা চালায়। হামলায় সিরাজুল ইসলাম ও তার মা হামিদা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। প্রতিবেশীরা অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিরাজুলের মাথায় গভীর আঘাত থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।
১৭ নভেম্বর আহত সিরাজুলের বড় ভাই হাফিজুল ইসলাম নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বলেন, আসামিরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরছে এবং আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে গ্রাম পুলিশ সদস্য আরিফ হোসেন বলেন, তিনি ঘুষ নেননি এবং উল্টো তার ওপরই হামলা করা হয়েছে। তিনি কেবল মারামারি থামাতে গিয়েছিলেন।
সারপুকুর ইউনিয়ন পরিষদের সচিব শুশিল চন্দ্র বলেন, টিসিবির জন্য টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে গ্রাম পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন