সালথার মাঠে মাঠে আমন ধান কাটার উৎসব
                          অক্টোবর ২৯, ২০২৫,  ০৫:০৮ পিএম
                          ফরিদপুরের সালথা উপজেলার মাঠে এখন সোনালি ধানের হাসি। শস্যশ্যামল মাঠজুড়ে শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব। কাস্তে হাতে কৃষক, মাড়াইযন্ত্রের শব্দ আর ধানের গন্ধে মুখরিত পুরো গ্রামাঞ্চল। কেউ মেশিনে, কেউ-বা হাতে ধান কাটছেন—তাতে গ্রামীণ জনপদে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা এখন ব্যস্ত সময় পার...