মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
কর্মসূচি বিষয়ে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এ রায়ের খুশিতে আমরা মিষ্টি বিতরণ করছি—এটা আমাদের আনন্দের বহিঃপ্রকাশ। তবে এই আনন্দ সম্পূর্ণ হবে তখনই, যখন রায়টি বাস্তবায়িত হবে। আমরা চাই, ইন্টারপোলের মাধ্যমে কিংবা যেভাবেই হোক খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যেন ফাঁসির ব্যবস্থা করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ রায় অনেক দিনের প্রতীক্ষা। আমরা জানি, শেখ হাসিনা খুনি—ছোট শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতা পর্যন্ত পুরো প্রজন্মকে যেভাবে হত্যা করা হয়েছে, সব মিলিয়ে এই রায় শহীদদের পরিবার থেকে শুরু করে আমাদের মতো আন্দোলনকারী সবার জন্য।’
এ বিষয়ে জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘এই রায় বাংলাদেশের মানুষের দীর্ঘ ১৭ বছরের নিপীড়িত জীবনের ফসল। এমন পরিবার পাওয়া কঠিন, যারা শেখ হাসিনার পেটোয়া বাহিনীর নির্যাতনের শিকার হয়নি—আওয়ামী পরিবারের অনেকেই এতে আক্রান্ত হয়েছে। আমরা চাই, যে প্রক্রিয়াতেই থাকুক না কেন, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন