জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামে বেলা ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত, এই সম্মিলনে থাকছে ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র-পোস্টার-নাটক প্রদর্শনী, আলোচনা সভা, গান ও কবিতা পাঠ।
একটি ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে দৃশ্যমাধ্যম সমাজ যাত্রা শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে। ‘জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে’ ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরতে দিনব্যাপি এই আয়োজনে উপস্থিত থাকবেন শহীদ পরিবারের সদস্যগণ, চিন্তক, শিক্ষক, চলচ্চিত্র কর্মী-কুশলীগণ, আলোকচিত্রী, থিয়েটার কর্মী, লেখক, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, রাজনৈতিক কর্মী, সংস্কৃতি কর্মী এবং শিল্পমাধ্যমের নানান শাখার কর্মী এবং কুশলীগণ।
এই আয়োজন নিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, ‘আমরা একসঙ্গে হয়ে জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়ছিলাম। যে যেই ব্যানারেই দাঁড়াক না কেন, সবাই দাঁড়িয়েছিলাম, তখন অন্যায়, গণহত্যা, গণগ্রেপ্তার করা হচ্ছিল; সেটা দেখে দেখে বাসায় বসে থাকার মতো অবস্থা কারোরই ছিল না। আমরা সেই তাড়না থেকেই আমরা একসঙ্গে হয়েছিলাম। এটা সত্যি, জুলাই গণ–অভ্যুত্থান স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে মুক্তি দিয়েছে। বর্তমানে আমাদের যে সার্বিক পরিস্থিতি, সেটাও আসলে খুব বেশি আশাব্যঞ্জক কিছু না। আশপাশে যে ঘটনাগুলো ঘটছে, তা নিয়ে আমি হতাশ। তারপরও আমি আশাবাদী একজন মানুষ। আমি একটা ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই বাংলাদেশ হওয়ার জন্য আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’
গত বছর জুলাই গণ–অভ্যুত্থানে ১ আগস্ট ফার্মগেটে বিক্ষোভ সমাবেশে ব্যানার হাতে রাস্তায় নেমেছিলেন দৃশ্যমাধ্যম সমাজের শিল্পীরা।
আপনার মতামত লিখুন :