মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:০৫ এএম

মনপ্রাণ উজাড় করে নিজের সেরা দিতে চাই

রেজাউল করিম খোকন

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:০৫ এএম

মনপ্রাণ উজাড় করে নিজের সেরা দিতে চাই

‘মান্ডালা মার্ডারস’ দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করেছেন বাণী কাপুর। নেটফ্লিক্সে গতকাল থেকে সিরিজটি স্ট্রিম হয়েছে। পুরাণনির্ভর রহস্য-রোমাঞ্চ সিরিজটিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাণী, যিনি একের পর এক খুনের রহস্য উদ্ঘাটনে নেমে পড়েন। চরিত্রটি নিয়ে বাণীর মধ্যে বেশ আগ্রহ ও আবেগ কাজ করেছে। কারণ, এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আগে কখনো তাকে দেখা যায়নি। ওটিটিতে আত্মপ্রকাশের মুহূর্তে নিজের সম্প্রতি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে খানিকটা থমকে যান বাণী।

কিছুদিন আগেই তার অভিনীত সিনেমা ‘আবির গুলাল’-এর মুক্তির কথা ছিল। এতে তার বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সিনেমাটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। ট্রলিং, বিদ্রুপ ও কটূক্তির মুখে পড়েন বাণী। নতুন এই সিরিজ নিয়ে বাণী দারুণ আশাবাদী।
তিনি বলেন, ‘এই সিরিজটি শুধু রহস্য আর থ্রিলার নয়, এটা একটা যাত্রা, যেখানে নারী চরিত্রগুলো নিজেদের সীমা ছাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে।’ নিজের ক্যারিয়ার নিয়ে খুশি বাণী। একসময় তাকে একই ধরনের চরিত্রের প্রস্তাব দেওয়া হতো।

বাণী বলেন, ‘আগে আমাকে দেশি চরিত্রেই বেশি ভাবা হতো। এখন আমাকে নতুন নতুন চরিত্রের জন্য ভাবছেন নির্মাতারা। পরিচালক করণ মালহোত্রা আমাকে ‘শমশেরা’র সোনার মতো চরিত্রের জন্য ভেবেছেন, আমি সত্যি তাতে খুশি।’

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা বাণীর অভিনয়ে অভিষেক হয় ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমা দিয়ে। সিনেমাটি ২০১৩ সালে মুক্তি পায়। যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি থাকায় ক্যারিয়ারের প্রথম দিকে বাইরের প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয় করতে পারেননি বাণী। চুক্তি শেষ হওয়ার পর তার সিনেমার সংখ্যা বেড়েছে।
ক্যারিয়ারের শুরুর দিকে গ্ল্যামারাস চরিত্রেই কেবল দেখা গেছে তাকে। উপহার দিতে পারেননি মনে রাখার মতো কোনো চরিত্রও। অভিনয় দিয়ে বাণী আলাদা করে নজর কাড়েন অভিষেক কাপুরের ‘চ-ীগড় করে আশিকি’ দিয়ে। এ সিনেমাতে তাকে দেখা যায় ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে।

বাণীর মতে, ভারতে অভিনয়শিল্পীদের শুধু অভিনয়ে পারদর্শী হলেই চলে না, নাচেও সমান দক্ষ হতে হয়। কারণ, বাণিজ্যিক সিনেমার অন্যতম উপাদান নাচ-গান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভাগ্যবান যে এমন একটা সিনেমা জগতে কাজ করছি, যেখানে নাচ-গান পর্দায় দারুণভাবে উদযাপন করা হয়। ‘ঘুঙরু’ থেকে ‘নাশে সি চাড় গায়ি’র মতো হিট গানের অংশ হতে পেরেছি এটিও দারুণ ব্যাপার।’

নাচে সেভাবে প্রশিক্ষণ নেননি, তবে বাণী জানান, তিনি ঘণ্টার পর ঘণ্টা একই স্টেপে নাচতে পারেন। বেশ কয়েকটি সিনেমার ব্যর্থতার পর ক্যারিয়ার নিয়ে নতুন করে ভেবেছেন তিনি। ব্যর্থতা প্রসঙ্গে বাণী বলেছেন, ‘ব্যর্থতা, প্রত্যাখ্যান থেকে অনেক কিছু শিখেছি। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছি তখন। সেই সময় একরাশ উৎকণ্ঠা ঘিরে ধরেছে। তবে নিজের প্রচেষ্টা কখনো থামাইনি। আরও কঠিন পরিশ্রম করেছি। নিজের মধ্যে আশাকে জাগিয়ে রেখেছি। আর ব্যর্থতা মানে নতুনভাবে চেষ্টা করার সাহস জোগানো।’ অনেক সিনেমা হিট না হলেও আক্ষেপ নেই বাণীর। তিনি মনে করেন, বক্স অফিসে ব্যর্থ হলেও এক দশকের ক্যারিয়ারে তার করা প্রায় সব চরিত্রই স্বতন্ত্র। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বেফিকরে’ সিনেমার ‘শ্রেয়া গিল’ চরিত্রটার সঙ্গে আমি অনেক বেশি আত্মিকভাবে যুক্ত। আমি জানি, এই সিনেমাটা দর্শকের ভালোবাসা পায়নি। সিনেমাটা যদি দর্শক পছন্দ করতেন, এটা আমার প্রায়ই মনে হয়। তবে ব্যর্থ হলেও এ

সিনেমার জন্য আমার হৃদয়ে সব সময়ই বিশেষ জায়গা থাকবে।’
‘আবির গুলাল’ সিনেমা নিয়ে বিতর্কের মধ্যেই মুক্তি পায় বাণী অভিনীত আরেকটি সিনেমা ‘রেইড ২’। সিনেমাটির ব্যবসায়িক সাফল্য তার আগের বিতর্ক অনেকেই আড়ালে চলে যায়। রাজকুমার গুপ্ত পরিচালিত সিনেমাটিতে বাণীর সঙ্গে আছেন অজয় দেবগন ও রিতেশ দেশমুখ। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ২৪০ কোটির রুপির বেশি আয় করেছে। সিনেমাটি দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন বাণী। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার গুপ্তা পরিচালিত ‘রেইড’ সিনেমাটি। এটি সেটিরই সিকুয়েল। ‘রেইড’-এ অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী ইলিয়ানা ডি’কক্রুজকে। এবার ইলিয়ানার বদলে এসেছেন বাণী কাপুর।

সিনেমাতে ‘স্ত্রী-বদল’ নিয়ে বাণী বলেন, ‘এই সিনেমার প্রথম অভিনেত্রীকে নিয়ে আমার মনে কোনো হিংসা নেই। পর্দার বাইরে আমাদের বন্ডিং খুবই ভালো। অভিনয়শিল্পী হিসেবে আপনাকে শুধু আপনার চরিত্রটা সততার সঙ্গে মেলে ধরতে হবে। লেখক ও পরিচালক যেমনভাবে বলবেন, তা করতে হবে।’

বাণী আরও বলেন, ‘এই সিনেমাতে নিজেকে অন্যভাবে তুলে ধরার সুযোগ পেয়েছি। আমার জন্য এটা এক তাজা অভিজ্ঞতা ছিল।’ এ ছাড়া প্রথমবার তিনি করেছেন কমেডি সিনেমা। ‘বদতমিজ গিল’ সিনেমাতে বাণী ছাড়া আছেন অপারশক্তি খুরানা ও পরেশ রাওয়াল। সিনেমাটির মাধ্যমে দর্শকের হৃদয় জয় করতে চান বাণী।
সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘এই সিনেমার মূল নায়িকা হিসেবে সুযোগ দিয়েছেন। আমিও চাই সেরাটা দিতে। নিজেকে সম্পূর্ণভাবে নিংড়ে দিতে। আর একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের দক্ষতা দেখাতে চাই।’
বলিউড অভিনেত্রী বাণী কাপুরের বেশ কিছু সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছে যেমন ‘বেফিকরে’, ‘চ-ীগড় করে আশিকি’, ‘বেল বটম’, ‘শমশেরা’ এবং ‘খেল খেল মেঁ’।

অজয়ের সঙ্গে তার নতুন সিনেমা ‘রেইড ২’ হিট হয়েছে। একটি-দুটি নয়, একসঙ্গে ছয়টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত বলিউড অভিনেত্রী বাণী কাপুর, যা সমসাময়িক অন্যান্য অভিনেত্রীকে চমকে দেওয়ার মতোই ঘটনা। কারণ একটাই, বাণী কাপুরকে নিয়ে খুব একটা আলোচনা হয় না। তার মানে এই নয় যে, অন্যান্য বলিউড অভিনেত্রী থেকে তিনি পিছিয়ে আছেন। বরং এ পর্যন্ত যে ক’টি সিনেমাতে তিনি অভিনয় করেছেন, তার মধ্য দিয়ে কুড়িয়ে নিয়েছেন দর্শক প্রশংসা।

অনিন্দ্য অভিনয়ের জন্য পুরস্কার উঠেছে এ অভিনেত্রীর ঝুলিতে; যার সুবাদে নির্মাতাদের নজর কাড়তেও সময় লাগেনি। এ সময়ের অনেক নির্মাতাই তাদের সিনেমার জন্য বাণীকেই প্রথম পছন্দের তালিকায় রাখছেন। শুধু তাই নয়, যশরাজ ব্যানারে কাজ করার সুযোগ হয়েছে তার।

এ ছাড়া দীনেশ বিজনের ‘সর্বগুণ সম্পন্ন’ সিনেমাতে তিনি থাকছেন প্রধান চরিত্রে। একইভাবে অভিনেতা রাজকুমার রাও-এর সঙ্গে ‘বাচপান কা পেয়ার’ সিনেমাতেও মুখ্য চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। অদ্ভুত একটি প্রেমের গল্প সিনেমাটি নির্মিত হয়েছে। সে হিসেবে ‘বাচপান কা পেয়ার’ সিনেমাতে অভিনয় মানেই বাণীর ক্যারিয়ারকে শক্তিশালী করে নেওয়ার সুযোগ।

অভিনেত্রী নিজেও চেষ্টা করে যাচ্ছেন নিজের সেরা অভিনয় দিয়ে প্রতিটি সিনেমার চরিত্রগুলো দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার। সে কথা তিনি স্বীকারও করেছেন। এর বাইরে আরও যে তিনটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন, তার চরিত্রগুলো আত্মস্থ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
বাণীর কথায়, ‘কাছাকাছি সময়ে ছয়টি ভিন্ন রকম গল্প ও চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের। অনেকেই এমন সুযোগ পান না। তাই মনপ্রাণ উজাড় করে নিজের সেরা অভিনয়টা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। সেই সাহস ও প্রেরণা জোগাচ্ছেন প্রতিটি সিনেমার নির্মাতা ও সহশিল্পীরা। আমার প্রতি তাদের যে বিশ্বাস, সেটি যেন ভেঙে না যায়, তার জন্য প্রতিটি কাজই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কারণ আমি নিজেও চাই, ভালো কাজের মধ্য দিয়েই দর্শক-হৃদয়ে জায়গা করে নিতে।’

রূপালী বাংলাদেশ

Link copied!