জন্মেছি যে দেশে
এম এইচ মুকুল
জন্মেছি যে দেশে আমি
তার তুলনা নাই,
কৃষক জেলে কামার কুমার
এক সুরে গান গাই।
এক ভাষাতেই কথা বলি
সবাই আপন ভাই,
কাঁচা মাটির গন্ধ মেখে
স্বপ্ন বুনে যাই।
পাখির গানে হয় নিশি ভোর
ফুটে হাজার ফুল,
সবুজ পাতায় দোল খেলে যায়
মুক্ত শিশির দুল।
কলকলিয়ে ঝরনা ছুটে
নদীর পানে ধায়,
অস্ত রবির রূপের খেলায়
দিন ফুরিয়ে যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন