দেশের শীর্ষতম জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সু্যুরেন্স পিএলসি গৌরবময় সাফল্যের ৪১ বছর উপলক্ষে এক সভা করেছে। গত শনিবার রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির সদ্য নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের জেনারেল সেক্রেটারি এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল জাহীদ। এতে বক্তব্য রাখেন কোম্পানির ডিএমডি প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত প্রায় ২ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, আমি মাঠপর্যায় থেকে কোম্পানির সর্বক্ষেত্রে আদর্শ, নৈতিকতা, সততা, ন্যায়পরায়ণতা ও সুশাসন চাই। সমাজে ন্যাশনাল লাইফের সম্মান বৃদ্ধি হলে সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা সম্মানিত হবেন। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন সবার পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন