আমন ধানের চিড়া
শেখ সোহেল রেজা
আমার বাড়ি এসো টিয়া 
বসতে দিব পিড়া,
খাইতে দিব পিঠাপুলি
আমন ধানের চিড়া।
খেলতে দিব মাটির পুতুল 
খেলবে সারাবেলা,
খাঁটি দুধের পায়েস দিব
করবে না যে হেলা।
তোমার সাথে খেলা করবে
ছোট্ট খুকি মিনা,
এবার বলো আমার বাড়ি 
আসবে তুমি কিনা।
চিড়ার সাথে মিঠাই দিব
দিব মিষ্টি দই,
সাথে দিব তালের গুড়
আমন ধানের খই।
 
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন