মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চাঁদের বুড়ি ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৩:২৪ এএম

জা  না  -  অ  জা  না

বুদ্ধির সঙ্গে বাতির সম্পর্ক

চাঁদের বুড়ি ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৩:২৪ এএম

বুদ্ধির সঙ্গে বাতির সম্পর্ক

ধরুন আপনার মাথায় একটা আইডিয়া এসেছে। আর তা ছবিতে বুঝানোর জন্য বাল্ব ব্যবহার করা হলো। আপনি অবশ্যই বলতে পারেন বাল্ব কেন, অন্য কিছুও তো ব্যবহার করা যেত। কিন্তু বিজ্ঞানের ভাষ্য আলাদা, সবকিছুর পেছনেই একটা না একটা কারণ আছেই। যেমন কারণ আছে আইডিয়া বুঝাতে ছবিতে বাল্ব ব্যবহার করার। আইডিয়া এসেছে বুঝাতে একটি বাল্বই যথেষ্ট। মাথার ঠিক কাছে জ্বলন্ত বাল্ব রাখা মানেই মাথায় প্রয়োজনীয় বুদ্ধিটা এসে গিয়েছে। কিন্তু কেন আচমকা এতকিছু থাকতে বাল্বকেই বেছে নেওয়া হলো? যুক্তি প্রধানত দুটি।

প্রথমত, স্রেফ একটি সুইচ চাপলেই অন্ধকার কেটে চট করে যেমন আলো চলে আসে, সব অন্ধকার দূর হয়ে যায়, তেমনই চট করে মাথায় বুদ্ধি চলে এলে যাবতীয় ধোঁয়াশা কেটে যায়। যেমন- গোয়েন্দার বই বা ছবিগুলোতে আমরা দেখি যে, গোয়েন্দারা যখন কোনো রহস্য ভেদ করার জন্য চিন্তা করে, তখন হঠাৎই তাদের মাথায় রহস্য সমাধানের আইডিয়া আসে এবং সেটা সমাধান করে ফেলে। ঠিক সেভাবেই কোনো বুদ্ধি আসা এবং বাল্বের জ্বলে ওঠার সামঞ্জস্যপূর্ণ।

দ্বিতীয় কারণটি অবশ্য একেবারেই বিজ্ঞানপ্রসূত। বলা হয়, জেগে থাকার সময়ে মানুষের মস্তিষ্ক যে পরিমাণ তড়িৎ উৎপাদন করতে পারে, তাতে একটি ছোট বাল্ব জ্বালানো যেতে পারে অনায়াসে। মানুষের মস্তিষ্কে থাকে কোটি কোটি নিউরন। আমরা যা-ই করি, অর্থাৎ, হাসি, ঘুম, কান্না, প্রেম সবই নিউরনের জন্য। নিউরনগুলোর মধ্যে ক্রমাগত তীব্র বেগে ছুটে চলেছে কেমিক্যাল এবং ইলেট্রিক সিগন্যাল। এই ছোটাছুটি বন্ধ হয় না। জেগে থাকা অবস্থায় এই ছোটাছুটি হয় তীব্রতর। এই প্রক্রিয়ায় যে পরিমাণ ইলেকট্রিক এনার্জি উৎপাদিত হয়, তা একটি ছোট বাল্ব জ্বালানোর পক্ষে যথেষ্ট। সুতরাং, এজন্যই আইডিয়া বুঝাতে ছবিতে বাল্ব ব্যবহার করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!