শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৫১ এএম

মানসম্মত কাজ করতে চান সামছুল হুদা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৫১ এএম

মানসম্মত কাজ করতে চান সামছুল হুদা

কিছুদিন আগে মডেল ও নির্মাতা মো. সামছুল হুদা সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ‘গোলাপ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এতে পরীমণির বিপরীতে চিত্রনায়ক নিরবের অভিনয় করবেন। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, সামছুল হুদা বর্তমানে নিজেকে ব্যস্ত করেছেন নিজের নির্দেশনায় একশত গানের প্রজেক্টে। নিজের নতুন প্রযোজনা হাউস ‘প্যাকআপ হাউস’ থেকে তিনি একশত গান করছেন। এরই মধ্যে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এফ এ সুমন, মাহতিম সাকিব, কাজী শুভসহ আরও বেশ কয়েকজনের গানের কাজ, মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছেন। ২০২৬ সালের মধ্যে একশত গানের কাজ শেষ করার ইচ্ছে আছে তার।

এ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘প্যাকআপ হাউস আমার নিজের প্রযোজনা সংস্থা হিসেবে দাঁড় করাতে চাচ্ছি। আর এই প্রযোজনা সংস্থা থেকে প্রথম বড় প্রজেক্ট হিসেব একশত গানের কাজ শুরু করতে যাচ্ছি। এরই মধ্যে বেশ কয়েকজন শিল্পীর কাজ শেষ। প্রবল ইচ্ছে আছে সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, কনা, কোনাল, লুইপা, লিজাসহ এই প্রজন্মের আরও যারা আলোচিত আছেন, তাদের সবাইকে এই প্রজেক্টের ছায়াতলে নিয়ে আসা। কারণ আমি চাই আমার এই কাজটি একটি সিগনেচার ওয়ার্ক হিসেবে বিশেষত সংগীতাঙ্গনে দৃষ্টান্ত হয়ে থাকুক।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে পরীমণিকে নিয়ে গোলাপ সিনেমা নির্মাণের জন্য আমি প্রস্তুত। শিগগিরই সিনেমার শুটিংয়ে যাব। আমার কাছে আরও কয়েকটি প্রযোজনা সংস্থা থেকে নাটক ও সিনেমা নির্মাণের প্রস্তাবও এসেছে। কিন্তু আমি অনেক বেশি কাজের চাপ না নিয়ে মানসম্মত কাজ করতে চাচ্ছি। যেন আমার কাজের প্রতি শ্রোতা-দর্শকের একটা আস্থা থাকে, শিল্পী যারা কাজ করবেন তারাও যেন ভরসা পায় এই ভেবে যে-ও আচ্ছা এটা সামছুল হুদার কাজ।’

কিছুদিন আগেই সামছুল হুদা মডেল-অভিনেত্রী শাকিলা পারভীনকে নিয়ে ট্রাভেল এজেন্সি ‘ক্রিয়েটিভ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র বিজ্ঞাপন নির্মাণ করেছেন। সামছুল হুদা ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। জনপ্রিয় সংগীতশিল্পী এফ এ সুমনের জনপ্রিয় গান ‘জাদুরে জাদুরে’ গানে মডেল হয়ে বেশ আলোচনায় এসেছিলেন। এরপর নির্মাণে ব্যস্ত হয়েছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!