চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুরু করলেন তার ক্যারিয়ারের এক নতুন যাত্রা। অভিনয়ের পাশাপাশি এবার নাম লেখালেন প্রযোজনায়। গত শুক্রবার রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে ঘোষণা দিলেন তার নতুন প্রডাকশন হাউস ‘ফরিং ফিল্মস’-এর সূচনা।
ছবিতে দেখা যায়, হাতে ক্ল্যাপবোর্ড ধরে উজ্জ্বল হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন তাসনিয়া ফারিন। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু, ফরিং ফিল্মস আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তবে ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি নাÑ সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এরপর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী। তবে প্রতিষ্ঠানটি থেকে আপাতত নিয়মিত কাজ করে প্রকাশ করাই প্রধান চ্যালেঞ্জ তার। অভিনেত্রীর এই ঘোষণায় সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যবক্স।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে ফারিণ তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। নিজের একটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কি দেওয়া উচিত?।’ তখন থেকেই ভক্তদের মধ্যে আলোচনার ঝড় উঠেছিল। অনেকেই নামের প্রস্তাবও দিয়েছিলেন। অবশেষে সেই কৌতূহলের জট খুলে গেল। ফারিণ স্পষ্ট করে জানিয়ে দিলেন, তার স্বপ্নের প্রডাকশন হাউসের নাম ‘ফরিং ফিল্মস’।
তাসনিয়া ফারিণ বাংলাদেশ-ভারত দুই বাংলার প্রজেক্টে অভিনয় করে ইতোমধ্যেই নিজের অবস্থান পোক্ত করেছেন। এবার প্রযোজনায় তার এই নতুন পদক্ষেপ বিনোদন অঙ্গনে নতুন এক সম্ভাবনার বার্তা দিচ্ছে। ফারিণের নতুন এই উদ্যোগ সফল হোক, এমনই প্রত্যাশা ভক্ত ও সহশিল্পীদের।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন