রাজধানীর তিতুমীর কলেজের গেটের সামনে এবং মহাখালীর আমতলী মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির ট্যাংকির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে পৃথক তিনটি ঘটনা ঘটে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের ওই সময়ে আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে তিতুমীর কলেজের গেটের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এসআই আমজাদ আরও জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির ট্যাংকির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে বাসের স্টাফরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। এসব ঘটনায় কেউ আহত হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন