মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার আগের রাতে রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় বাড্ডায় একটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার খবর তাঁরা শুনেছেন। আগুন কীভাবে লেগেছে, তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এর আগে সন্ধ্যায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় চলন্ত গাড়ি থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে রাত ৯টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
পুলিশ বলছে, রাজধানীর বিভিন্ন জায়গায় পরপর এসব বিস্ফোরণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা এসব ঘটনার পেছনে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন