দোহায় আবারও ভারত–পাকিস্তান লড়াই, পরিচিত উত্তেজনা। কিন্তু মাঠের গল্প এবার একেবারেই একপেশে—ব্যাটে ও বলে সম্পূর্ণ আধিপত্য দেখিয়ে পাকিস্তান শাহিনস ভারত ‘এ’ দলকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে নিশ্চিত করল এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল।
রবিবার ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে ১৩৭ রানের লক্ষ্য পেয়ে দুর্দান্ত সূচনা করে পাকিস্তানের দুই ওপেনার। শুরু থেকেই আগ্রাসী ছিলেন মাআজ সদাকাত। আত্মবিশ্বাসী পুল-ড্রাইভ ও শার্প কাটে প্রথম ৭ ওভারেই তুলে নেন ৭৭/১—যেখানে শুধু ব্যাটিং নয়, ম্যাচের দিকনির্দেশনাও স্পষ্ট হয়ে যায়।
৫৫ রানের ওপেনিং জুটির পর নাইম ১৪ রানে ফিরলেও সদাকাতের ব্যাট অফুরন্ত। ৪৭ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস—৭ চার ও ৪ ছক্কায় সাজানো। তার অপরাজিত ইনিংস আর ফাইকের ১৬* রান পাকিস্তানকে মাত্র ১৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ শুরুটা আক্রমণাত্মক করলেও ধারাবাহিকতা থাকে না তাদের ইনিংস। ৩০ রানে অর্য়ার বিদায়ের পরই ব্যাটিং লাইনে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
সূর্যবংশী–নামন ধীরের ৫৪ রানের জুটি ভারতকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও সেটাই ছিল শেষ প্রতিরোধ। নামন ৩৫ ও সূর্যবংশী ৪৫ রান করে ফিরতেই মিডল অর্ডারে ধস—মাত্র ১২ রানে হারায় ৫ উইকেট!
বল হাতে শাহিদ আজিজ ৩/২৪—ম্যাচের মোড় তার হাতেই ঘোরে। সঙ্গে সদাকাত ও সাদ মসুদ নেন দুটি করে উইকেট। বাকি তিন বোলারও একটি করে উইকেট তুলে নিলে ১৯ ওভারেই ভারত থামে ১৩৬ রানে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন