ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের ওই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এ সময় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।
এ বিষয়ে বাসচালক নাসির বলেন, ‘আমি আর হেলপার ঘুমিয়ে ছিলাম। এ সময় হঠাৎ কে বা কারা বাসে আগুন ধরিয়ে দেয়। আগুনের উত্তাপ টের পেয়ে আমরা দুজন জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচি। জীবনে আর কোনোদিন সড়কের পাশে গাড়ি পার্কিং করব না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, গার্মেন্টসের শ্রমিক পরিবহনকারী বাসটি সড়কে থামিয়ে রেখে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। চালক হেলপারের সচেতনতার কারণে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা বাসে আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন