কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে মাদারীপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই ঢাকা-বরিশাল মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও মাদারীপুর জেলা শহরে পুলিশের টহল কার্যক্রম চলছে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কঠোর নজরদারি চলছে। পুলিশের বিভিন্ন ইউনিট সারারাত মাঠে ছিল। রায় ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম জানান, সড়ক ও মহাসড়কে টহল বাড়ানোর পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাদারীপুর পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষণীয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন