সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রীর নিহত হয়েছেন। সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। বাসটির অধিকাংশ যাত্রীই তখন গভীর নিদ্রায় ছিলেন।
তেলেঙ্গানা রাজ্য হজ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছেন বলে জানা গেছে। যাত্রীদের অধিকাংশই ছিলেন ভারতের হায়দ্রাবাদ ও তেলঙ্গানা রাজ্য থেকে আগত।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ৪৩ জন যাত্রীর মধ্যে মাত্র একজন জীবিত উদ্ধার হয়েছেন এবং তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে সোমবার ভোরবেলা। সংঘর্ষের তীব্রতা এবং ট্যাঙ্কারের ডিজেলের কারণে বাসটিতে মুহূর্তের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা নিহতের সংখ্যা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশির ভাগ যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।
এ দুর্ঘটনায় তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ মন্তব্য করে সব জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এ দুর্ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন