জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৪৫৩ পৃষ্ঠার রায় পাঠ শুরু করেছে। আদালত জানিয়েছেন, এই রায় ছয় ভাগে ধাপে ধাপে ঘোষণা করা হবে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে রায় পাঠ শুরু করে।
এ সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার জানান, এই রায় মোট ৪৫৩ পৃষ্ঠার এবং তা ছয় ভাগে ধাপে ধাপে ঘোষণা করা হবে। এতে মামলার সব অভিযোগ, প্রমাণ ও সাক্ষীদের বিবরণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাস থেকে রায়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় দেখার আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষও সরাসরি শুনতে ও দেখতে পারেন।
শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন। অন্যদিকে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন