শেখ হাসিনার অপরাধের জন্য তাকে ‘হাজারবার ফাঁসি দিলেও কম হবে’ বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার বাস্তবে ৫ আগস্টেই হয়ে গেছে। আদালতের আনুষ্ঠানিক রায়ের কপি প্রকাশের অপেক্ষায় আছি। তবে যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজারবারও ফাঁসি দেওয়া হয়, সেটাও যথেষ্ট হবে না।
তিনি আরও বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবার এবং গত ১৭ বছর ধরে ভুক্তভোগীদের একমাত্র প্রত্যাশা শেখ হাসিনার সাজা বাস্তবায়ন।
এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার আরেক আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তিনি বর্তমানে কারাবন্দি।
এই মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুর ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।
এ রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন আছেন। দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়ক আগেই চলাচলের জন্য সীমিত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন