আসন্ন বিপিএল মৌসুমের জন্য দল সাজানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো প্রায় শেষ পর্যায়ে। সেই সঙ্গে কয়েকটি দল তাদের কোচিং স্টাফও চূড়ান্ত করেছে।
রাজশাহী রয়্যালসের প্রধান কোচ হিসেবে যোগ দেয় হান্নান সরকার, এবার সহকারী কোচ হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে দলে নিয়োগ দিয়েছে রাজশাহী।
ঘরোয়া লিগ থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে রাজিনের। বর্তমানে তিনি বিসিবির এইচপি বিভাগের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিপিএলেও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
এদিকে, দলটির প্রথম ক্রিকেটার হিসেবে তানজিদ তামিমের সঙ্গে চুক্তি করেছিল রাজশাহী। একই দিনে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে ভিড়িয়েছিল তারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন