নিউজিল্যান্ডের পেসার জেকব ডাফির দারুণ বোলিংয়ে শেষ ওভারে ১৯ রান প্রয়োজন থাকা ওয়েস্ট ইন্ডিজের জয়ের স্বপ্ন হয়ে ওঠে অসম্ভব। চতুর্থ বলে ছক্কা হাঁকানো রোমারিও শেফার্ড শেষ পর্যন্ত দলের আশা বাঁচাতে পারলেও, ডাফির পঞ্চম বলের ডট এবং শেষ বলের এক রান ব্যাটিংয়ের হিসেব মেলাতে পারেনি ক্যারিবীয়রা।
এতে করে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ রানে জয় ছিনিয়ে নিল। এই জয়ে ১-০তে এগিয়ে গেল কিউইরা।
এদিন ২৭০ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬২ রান করতে সক্ষম হয়। ম্যাচে শুরুটা ধীরগতির ছিল তাদের।
প্রথম ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান সংগ্রহ করেছিল দল। জন ক্যাম্পবেল ৯ বলে ৪ রান, অ্যালিক অ্যাথানেজ ৫৮ বলে ২৯ এবং কেচি কার্টি ৬৭ বলে ৩২ রান করেছিলেন।
এরপর শাই হোপ ও রাদারফোর্ড চতুর্থ উইকেটে দলের গতি বাড়ানোর চেষ্টা করেন। হোপ ৪৫ বলে ৩৭ রান করে আউট হলেও রাদারফোর্ড রস্টন চেজের সঙ্গে জুটিতে দলকে ২০০ রান পার করান। তবে শেষদিকে ২৯ বলে প্রয়োজনীয় ৬১ রান যোগ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডের পক্ষে কাইল জেমিসন ৫২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন।
অন্যদিকে, টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ড্যারেল মিচেল ১১৯ রান, যেখানে ১১৮ বলে ১২ চার ও ২ ছক্কা মারেন। ডেভন কনওয়ে ৫৮ বলে ৪৯ রান এবং মাইকেল ব্রেসওয়েল ৫২ বলে ৩৫ রান যোগ করেন।
ক্যারিবীয়দের পক্ষে জেইডেন সিলস সর্বোচ্চ ৩ উইকেট নেন, আর ম্যাথিউ ফর্দে ২ উইকেট নেন।
দু’দল আগামী ১৯ নভেম্বর নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর হ্যামিল্টনে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন