চলতি ২০২৫-২৬ অর্থবছরে নভেম্বরের ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার রেমিট্যান্স।
রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, ৯ থেকে ১৫ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ নভেম্বর দেশে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। আর নভেম্বরের প্রথম দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে, গত অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স পাঠানো দেশগুলোর শীর্ষে রয়েছে সৌদি আরব, এরপর যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন