পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্যদের পরিচালক নুরে আলম তালুকদার গাজীপুর জেলায় প্রধান অতিথি হিসেবে এ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠপর্যায়ের সকল জনবলের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রথম ধাপে মোট ১৪টি জেলায় একযোগে প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল জেলায় এই প্রশিক্ষণকার্যক্রম সম্প্রসারিত করা হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ প্রদান করবেন প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার এবং সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা/উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সিটিজেন চার্টার ও তথ্য অধিকার আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মাঠপর্যায়ে সরাসরি প্রদান করা এই প্রশিক্ষণ ব্যাংকের সকল জনবলের দক্ষতা বৃদ্ধি, কাজের মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি পল্লী সঞ্চয় ব্যাংকের টেকসই সমৃদ্ধি অর্জনে অভূতপূর্ব অবদান রাখবে বলে আশা করা যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন