নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা–গাউছিয়া রোডে মুন্সি ফুয়েল পাম্পের পাশে শনিবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে পাম্পের স্টাফরা কাজে এসে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি থানায় জানান।
স্থানীয়রা জানান, ভোরের দিকে পথ দিয়ে যাওয়ার সময় তারা লোকটির নিথর দেহ দেখতে পান। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং কাপড়চোপড় ধুলায় ভরা অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাত কোনো যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুন্সি ফুয়েল পাম্পের এক স্টাফ বলেন, ‘আমরা সকালে কাজে এসে দেখি লোকটা রাস্তার পাশে পড়ে আছে। মনে হয় রাতে কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।’
খবর পেয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ ঘটনাস্থলের চারপাশ পরিদর্শন করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালায়।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনাই বলে মনে হচ্ছে। মৃত ব্যক্তির কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত করতে স্থানীয় থানায় ও আশপাশের এলাকায় তথ্য পাঠানো হয়েছে। পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সড়কের ওই অংশে গভীর রাতে ভারী যান চলাচল থাকে, যার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। ঘটনার প্রকৃত কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।’
এদিকে স্থানীয়দের কেউ নিহত ব্যক্তিকে চেনেন কি না- সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। তার বয়স আনুমানিক ৫০–৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। পরনে ছিল লাল রঙের শার্ট ও কালো প্যান্ট।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তদন্ত চলবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন