ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন ইউনিটের সদ্য বহিষ্কৃত ১৯ জন ছাত্রদল নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আম্পায়ারের ভঙ্গিতে দাঁড়িয়ে রিভিউ আবেদন করেছেন তারা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই দাবি জানান বহিষ্কৃত ছাত্রদলের নেতাকর্মীরা। ওই সংবাদ সম্মেলনে বহিষ্কৃত ১৯ জন নেতাকর্মীরা মধ্যে ১৬ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরীপুর পৌর ছাত্রদলে সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নিদের্শনায় গত ৯ নভেম্বর গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নারী সমাবেশের আয়োজন করা হয়। একই দিন ওই নারী সমাবেশ থেকে ১ কিলোমিটার দূরে বিএনপি মনোনীত প্রার্থী দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের সমর্থনে সভার আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন সভাস্থলে যাওয়ার পথে তাদের গাড়িবহর থেকে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নারী সমাবেশে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল ভাঙচুর করে। এতে সভাস্থলে উপস্থিত মা ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়। এরপর ছাত্রদলকর্মী তানজিন আহমেদ আবিদের স্ট্রোক সাধারণ মৃত্যুকে হত্যার গুজব ছড়িয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম পিয়াস আরও বলেন, ১০ নভেম্বর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের ১৯ জনকে কোনো কারণ দর্শানো ব্যাতিরেকেই বহিষ্কার করা হয়। বিগত ৩ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা সভাস্থলে হামলা করে। সোহেল নিজের কৃতকর্ম আড়াল করার জন্য আমাদের বহিষ্কার করে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানাচ্ছি ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনর্বিবেচনা করার জন্য।
এ বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দলীয় মনোনয়ন পাওয়ায় ছাত্রদলের সবাইকে তার পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। কিন্ত কতিপয় নেতাকর্মী সেই নিদের্শনা অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মনোনয়ন পরিবর্তনের জন্য জ্বালাও-পোড়াও, সড়ক-রেলপথ অবরোধ ও মারামারি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা বহিষ্কৃত হয়েছেন তারা যদি দলের সিদ্ধান্ত মেনে দলের পক্ষে কাজ করে এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করে। তাহলে আমরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানাব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন