সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০১:৪৭ এএম

আরপিও সংশোধনে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিল বিএনপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০১:৪৭ এএম

আরপিও সংশোধনে  আপত্তি জানিয়ে ইসিকে  চিঠি দিল বিএনপি

নির্বাচনি জোট করলেও ভোটে প্রার্থীকে সংশ্লিষ্ট দলের প্রতীকে নির্বাচন করার বিধান রাখার বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো জোটের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ চায় দলটি। গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের অনুমোদন হয় বৃহস্পতিবার। এটি এখন রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায় রয়েছে।

এবার আরপিও সংশোধনে একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। দলের জোটগত ভোটের বিষয়ে পরিবর্তন এনে বলা হয়েছে, জোট মনোনীত প্রার্থী হলেও তাকে ভোট করতে হবে নিজের দলের প্রতীকে। নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান আরপিওর অনুচ্ছেদ-২০ এ যুক্ত করা হয়েছে।

অতীতে বড় দলগুলোর সঙ্গে একাধিক ছোট দল জোট করে, অনুমতি সাপেক্ষে ইসিকে জানিয়ে বড় দলের জনপ্রিয় প্রতীকে ভোট করেছে। সেক্ষেত্রে বিএনপি বা আওয়ামী লীগ না করেও জোটভুক্ত হয়ে ধানের শীষ, নৌকায় ভোট করে জিতে এসেছে। এবার আরপিও সংশোধন হওয়ায় জোট করলেও প্রার্থীকে নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

আরপিওর এমন সংশোধন নিয়ে ইতোমধ্যে আপত্তি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। আরপিও সংশোধনের দুদিন পর গতকাল সকালে বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়ে গেল। সিইসির সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির নির্বাচনবিষয়ক কমিটির সদস্য ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়াও উপস্থিত ছিলেন।

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে ইসমাইল জবিউল্লাহ জানান, আরপিওর ২০ অনুচ্ছেদ-এ সংশোধন এনে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকেÑ এমন সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এমন সংশোধনে অন্যান্য দলের মতো বিএনপিও হতবাক হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই সংশোধনের সঙ্গে একমত নয়। এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। এ সংশোধনী থেকে সরে এসে আরপিওর আগের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে আমরা সিইসির কাছে আনুষ্ঠানিক পত্র দিয়েছি।

সিইসির কাছে চিঠি হস্তান্তরের পর তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন দল নিজেদের বিবেচনায় জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে এবং নিজেদের দলের বা জোটের অন্য কোনো দলের প্রতীক নিয়ে ভোট করেছে। এটা গণতান্ত্রিক অধিকার।

ইসমাইল জবিউল্লাহ বলেন, অতীতে এ নিয়ে কোনো জটিলতা, সমস্যা সৃষ্টি হয়নি। কোনো দলের পক্ষ থেকে এ বিধান সংশোধনের দাবি এসেছে বলেও জানা নেই। কিন্তু এ সরকারের সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিএনপি ইতোমধ্যে বলেছে, ২০ নম্বর অনুচ্ছেদ পরিবর্তনের সঙ্গে বিএনপি ঐকমত্য পোষণ করে না। এটা সরকার ও ঐকমত্য কমিশনে জানানোও হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে উপদেষ্টা লেভেলে আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদের পরিবর্তন আনা হবে না বলে আশ্বস্ত করে কিন্তু হঠাৎ করে জোট করলেও দলীয় প্রতীকে ভোটের খবরে আমরা স্তম্ভিত হয়েছি।

বিএনপির এ নেতা জানান, জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যেকোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার। তাই আমরা আরপিওতে ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবহার করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!