টাঙ্গাইলে শুটিং ইউনিট বহনকারী পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত লাইটম্যান রবিনের শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার পঙ্গু হাসপাতালে তার বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ইনফেকশন বেড়ে যাওয়ায় তার কাটা হাতের অংশে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নতুন করে অপারেশন করা হবে। পরিস্থিতি জটিল হলে হাতের অবশিষ্ট অংশের পাশাপাশি তার বাম পাও কেটে ফেলতে হতে পারে।
ফিল্ম অ্যান্ড মিডিয়া লাইটম্যান সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহরিয়ার ফেসবুক পোস্টে জানান, রবিন বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইনফেকশন শরীরের ভেতরে ছড়িয়ে পড়লে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।
ইব্রাহিম শাহরিয়ার বলেন, ‘কামরুজ্জামান স্যার রবিনের কাটা হাতের বাকি অংশ পুনরায় অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হয়তো অবশিষ্ট হাতটুকু কেটে ফেলতে হবে, কারণ হাতে মারাত্মক ইনফেকশন হয়েছে। তবে প্রশ্ন হলো, বাকি হাত কেটে ফেললে দেহে কী থাকবে? এরপর যদি ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে যায়, তাহলে কী হবে জানি না। রবিনের ভাগ্যে কী আছে, তা মহান আল্লাহই ভালো জানেন।’
আগামী ১৬ সেপ্টেম্বরের অপারেশনের জন্য এক ব্যাগ এ বি পজিটিভ রক্ত জরুরি বলে উল্লেখ করে তিনি রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর ভোরে পরিচালক আর্থিক সজীবের নাটক ‘স্কুল গ্যাং’-এর শুটিং ইউনিট বহনকারী একটি পিকআপ জামালপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়। ভোর ৬টার দিকে টাঙ্গাইল উখিয়ায় দাঁড়ানো একটি লরির সঙ্গে সংঘর্ষ হলে গাড়িটি উল্টে যায়। এতে লাইটম্যান, জেনারেটরকর্মী ও চালকসহ সাতজন গুরুতর আহত হন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রবিনের জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন