ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সবুজ আশরাফ সুপ্ত ও ফারজানা আহসান মিহি সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘আদরের সন্তান’ নামের একটি একক নাটকে। বর্তমান সমাজে ঘটে যাওয়ার বাস্তবধর্মী পরিবারিক গল্পনির্ভর নাটকটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।
নাটকটি জি ২৪ প্লাস ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তির প্রথম দিনেই ১ মিলিয়নের ওপরে বেশি দর্শক নাটকটি দেখেছেন। ক্রমেই বাড়ছে ভিউ। অনেকেই মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন খালেদ উসমানী।
গল্পে দেখা যায়, স্বামী ও সন্তান রেখে পরকীয়ায় জড়ায় স্ত্রী। একটা সময় ছোট বাচ্চা রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় গল্পের নায়িকা। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা।
পরিচালক খালেদ উসমানী বলেন, ‘সবসময় চেষ্টা করি সমাজবাস্তবতার গল্প নিয়ে নাটক নির্মাণের। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এই নাটকের গল্প একটু আলাদা। দর্শকের এত সাড়া পাব চিন্তাও করিনি। দর্শকের এমন ভালোবাসা আমাকে আগামীতে এ রকম আরও কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।’
এতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছে আরাফ। আরও অভিনয় করেছেন অঞ্জনা দেব, জয়ন্ত কুমার, মাসুদ রানা মিটু, মিসবাহ প্রমুখ।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন