যে গল্প হৃদয়ে গাঁথা
আগস্ট ১৫, ২০২৫, ১২:০৯ পিএম
গল্প কেবল কল্পনার গাঁথুনি নয়, গল্প আসলে আমাদেরই প্রতিচ্ছবি। আমরা যখন কোনো গল্পে নিজের ছায়া দেখি, তখনই সেই গল্প আমাদের মনে গভীর ছাপ ফেলে। হৃদয়ের স্পন্দন ছুঁয়ে না গেলে, কোনো লেখা গল্প হয়ে ওঠে না, হয়তো শুধু বাক্যের একটি সমাহার হয়ে থাকে।
তেমনই এগারোটি গল্প নিয়ে সাজানো হয়েছে সালাহ উদ্দিন মাহমুদের...