মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:৫১ পিএম

তানভীরের নতুন কাব্যগ্রন্থ ‘আল্লাহর প্রেমে হোক হৃদয় রঙিন’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:৫১ পিএম

লেখক ও বইয়ের ছবি।

লেখক ও বইয়ের ছবি।

বাংলা কবিতার ভুবনে যুক্ত হতে যাচ্ছে এক নতুন স্বর, এক নতুন অনুভূতির পরশ। কবি তানভীর সিকদারের নতুন কাব্যগ্রন্থ ‘আল্লাহর প্রেমে হোক হৃদয় রঙিন’ প্রকাশ করছে শুদ্ধস্বর প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন উবাইদুল্লাহ উমর।

আল্লাহর প্রতি নিবিড় ভালোবাসা, তাওহিদের প্রতি দৃঢ় বিশ্বাস, অনুতাপ ও আধ্যাত্মিক আবেগে ভরা কবিতাগুলো বইটির পাতায় পাতায় রং ছড়িয়েছে। বই নিয়ে লেখক বলেন, “দিনশেষে আমি একত্ববাদে বিশ্বাসী মানুষ। যে অদৃশ্যের প্রতি ইমান এনে আমরা প্রতিনিয়ত সাজাই তাকওয়ার বাগান, গভীর রজনীতে অনুতাপে ঝরাই চোখের বারি, সেইসব অব্যক্ত অনুভূতিগুলো দিয়েই মূলত সাজানো ‘আল্লাহর প্রেমে হোক হৃদয় রঙিন’। আশা করি, বইয়ের কবিতাগুলো পাঠকের ভালো লাগবে।”

কবিতার জগতে যেমন তানভীর সিকদারের পরিচিতি বাড়ছে, তেমনি বহুমাত্রিক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি হয়ে উঠছেন একজন পরিশ্রমী তরুণ। কবিতা লেখার পাশাপাশি তিনি কাজ করছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয় অধিভুক্ত মানবিক এনজিও ‘আশ ফাউন্ডেশন’-এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে। নিয়মিত উপস্থাপনা করছেন শুদ্ধস্বর পডকাস্ট, পাশাপাশি সক্রিয় রয়েছেন শব্দচারী আবৃত্তি অঙ্গনে।

এর আগে তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো পাঠকের কাছে বেশ সাড়া ফেলেছে। ‘ফুল পাখিদের মতো’, ‘সেফটিপিনে গেঁথে আছে মায়াবতী সুখ’, ‘আমাদের জুঁইগুলো সুঁই দিয়ে গাঁথা’ এই গ্রন্থগুলোতে ব্যক্তিগত অনুভব, দার্শনিক বোধ আর জীবনঘনিষ্ঠ আবেগের চমৎকার সমন্বয় দেখা যায়। নতুন গ্রন্থে সেই আবেগ আধ্যাত্মিকতায় রূপ নিয়েছে।

বইটির দাম রাখা হয়েছে ২২০ টাকা। এর মধ্যেই শুরু হয়েছে প্রি-অর্ডার। খুব শিগগিরই পাঠকের হাতে পৌঁছে যাবে বইটি।

রূপালী বাংলাদেশ

Link copied!