দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ঢাকা ও কলকাতার পর্দায় তার অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব থাকেন এবং প্রায়ই ভক্তদের সঙ্গে নতুন খবর শেয়ার করেন।
সম্প্রতি এক পডকাস্টে জয়া জানান, বলিউডের পরিচালক-প্রযোজক করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’-এর ব্লকবাস্টার ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।
জয়া বলেন, ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল, পরে আর ওটা হয়নি। আমি করিনি, তখন করা হয়নি। ঠিক আছে, যা ভাগ্যে থাকবে, সৃষ্টিকর্তার প্ল্যানড থাকবে, সেটা হবেই।
পডকাস্টে জয়া আরও শেয়ার করেন, বলিউডের অনেক তারকার সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। অভিনেত্রী বিদ্যা বালান তার অভিনীত সিনেমা ‘রাজকাহিনী’ দেখে তাকে ফোন করেছিলেন প্রশংসা জানাতে।
এ ছাড়া অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে তিনি বিশ্বকাপ ক্রিকেট দেখার সময় পাশে পেয়েছেন।
সেলেব্রিটি ক্রিকেটে মালাইকা অরোরা ও ক্রিকেটার ইউসুফ পাঠানের মতো তারকারাও তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহ্যাম প্যালেস-এর সামনে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়ার সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাক।
জয়া আহসানের এই সাক্ষাৎকারে শুধু কাজের কথাই নয়, বলিউড তারকাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের নানা গল্পও উঠে এসেছে, যা ভক্তদের জন্য আকর্ষণীয় সংবাদ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন