সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:২৮ পিএম

দেশের পরিচালকরা আমাকে ব্যবহার করতে পারেননি: জয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:২৮ পিএম

অভিনেত্রী জয়া আহসান। ছবি- সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান। ছবি- সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকার মেয়ে হয়েও টানা এক যুগেরও বেশি সময় ধরে কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় থাকেন এই তারকা, নিজের ভাবনা ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন প্রায়ই।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে কাজের বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেছেন জয়া আহসান।

ঢালিউডে তাকে তুলনামূলক কম দেখা যায় কেন, এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘তখন বাংলাদেশে আমি মনভরা কাজ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে, আর শিল্পের প্রতি আমার টান থেকেই কলকাতায় গিয়েছি। অভিনয় ছাড়া তো আমি কিছুই করিনি বা পারি না—অভিনয় করতেই হতো আমাকে।’

তবে দেশের চলচ্চিত্র অঙ্গনে টিকে থাকা সহজ নয়, সেটিও অকপটে স্বীকার করেন তিনি। জয়ার ভাষায়, ‘যে পরিচালকদের জন্য আমি সবসময় হাজির ছিলাম, তারা আমাকে সঠিকভাবে ব্যবহার করেননি বা করতে পারেননি। বাংলাদেশে একটা সমস্যা—পরিচালকের বান্ধবী না হয় স্ত্রী থাকে। এটা তো আমার পক্ষে সম্ভব নয়; এসবে আমি যাইনি, যাবও না। এতটা নিবেদিত থাকার পরও এসব কারণে আমি কর্নারড হয়েছি, যা কলকাতায় হইনি। বাইরের আর্টিস্ট হওয়ার পরও ওরা আমাকে মূল্যায়ন করেছে, ভালো চরিত্র দিয়েছে, আমাকে কেন্দ্র করে গল্প বানিয়েছে।’

নারীকে কেন্দ্র করে সিনেমা নির্মাণে অনীহা নিয়েও খোলামেলা মত দেন জয়া। তিনি বলেন, ‘এখনো বাংলাদেশে নারীকে কেন্দ্র করে কাজ করতে ভয় পান অনেক পরিচালক। করলেও হয় তার বান্ধবীকে নেবেন, না হয় স্ত্রীকে। অথবা মেগাস্টার বা সুপারস্টার কাউকে নেবেন। একজন পিওর আর্টিস্টকে নিয়ে বাজি ধরতে রাজি নন তারা। তবে এর বাইরেও অনেক ভালো নির্মাতা আছেন, যারা আমার বা অন্য গুণী অভিনেতাদের কাছ থেকে আরও ভালো কাজ বের করতে পারতেন—কিন্তু তারা করেননি।’

সম্প্রতি জয়া আহসান অভিনয় করেছেন বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা ‘ফেরেশতে’-তে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ পরিচালিত এ চলচ্চিত্রে তার সহশিল্পী হিসেবে ছিলেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।

Link copied!