বলিউডের তিন খান—সালমান, শাহরুখ ও আমির—কে একে একে তোপের মুখে ফেলেছেন ‘দাবাং’-খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। এর আগে সালমান ও শাহরুখ খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এবার তার সমালোচনার নিশানায় পড়েছেন আমির খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরকে ‘বলিউডের সবচেয়ে ধূর্ত শেয়াল’ বলে আখ্যা দেন অভিনব কাশ্যপ। তার দাবি, আমির খানই পরিচালকদের ওপর প্রভাব খাটানোর সংস্কৃতি শুরু করেছেন। তিনি সালমানের চেয়েও বেশি ম্যানিপুলেটিভ ও ধূর্ত।
অভিনব আরও বলেন, আমি আমিরের সঙ্গে দুই-তিনটি বিজ্ঞাপনে কাজ করেছি। তিনি ভীষণ খুঁতখুঁতে ও বিরক্তিকর মানুষ। পরিচালনা থেকে সম্পাদনা—সব কিছুতেই হস্তক্ষেপ করেন। তবে কেন এই সমালোচনা—তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি পরিচালক।
উল্লেখ্য, এর আগেও সালমান খানকে ‘বলিউড মাফিয়া’ বলে সমালোচনা করেছিলেন অভিনব কাশ্যপ। শাহরুখ খান সম্পর্কেও তিনি বলেছিলেন, তার সাফল্যের পেছনে প্রচারণা বেশি, মেধা নয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন