রাজধানীর হাতিরঝিলে ম্যারাথন প্রতিযোগিতা ‘ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন-২০২৫ (চতুর্থ পর্ব)’ অনুষ্ঠিত হয়েছে। আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি বিস্কিটসের পৃষ্ঠপোষকতায় এবং আল্ট্রা ক্যাম্প রানার্সের (ইউসিআর) উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের এডিশনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল- ‘ওয়ান রান, ওয়ান ভয়েস, ওয়ান ইউনিটি’। এই আয়োজনে দেশী-বিদেশী দুই হাজারের বেশি রানার অংশ নেন, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ রানিং ইভেন্ট হিসেবে বিবেচিত।
আয়োজকরা জানায়, ভোর ৫ টা ১৫ মিনিটে শুরু হয় ম্যারাথনের এই আয়োজন। ২১.৫ কিলোমিটার হাফ ম্যারাথনসহ ১৫ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার এবং ছোট বাচ্চা এবং পরিবারের কথা চিন্তা করে ১ কিলোমিটারের রেস ক্যাটাগরি রেখেছিল আয়োজক প্রতিষ্ঠান। ২১.৫ কিলোমিটারের জন্য ৩ ঘন্টা ৩০ মিনিট, ১৫ কিলোমিটারের জন্য ২ ঘন্টা ৩০ মিনিট এবং ৭.৫ কিলোমিটারের জন্য ১ ঘন্টা ৩০ মিনিট সময় নির্ধারিত করা হয়েছিল রেসারদের জন্য।
ম্যারাথন প্রতিযোগিতা শেষে আকর্ষণীয় পুরস্কার ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজ মানি হিসেবে বাইসাইকেলসহ ২০টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় রানারদের মাঝে।
পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র প্রোগ্রামে রানারদের মাঝে পুরস্কার তুলে দেন আকিজ বেকার্স লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার। এ ছাড়াও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের হেড অব ইভেন্ট এন্ড এক্টিভেশন তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আকিজ বেকার্স লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার বলেন, ‘ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন-এ টাইটেল স্পন্সর হিসেবে অংশ নিতে পেরে আমরা গর্বিত।’
তিনি বলেন, ‘ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি কেবল একটি বিস্কিট নয়, এটি শরীরের ইমিউনিটি বুস্ট করে, যাতে আছে ভিটামিন ডি, ই, ক্যালশিয়াম এবং জিংক, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।’
‘ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন-২০২৫ সেই শক্তি এবং অনুপ্রেরণারই প্রতীক। এখানে দেশি-বিদেশি হাজারো রানার, একসাথে মিলিত হয়েছেন ‘ওয়ান রান, ওয়ান ভয়েস, ওয়ান ইউনিটি’ এই বার্তাকে সামনে রেখে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন