তরুণ অভিনয় শিল্পীদের নিয়ে গঠিত সংগঠন ‘প্রিয়জন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২০২৮ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অপু আহমেদ এবং সাধারণ সম্পাদক মহসীন পলাশ।
২০১৮ সালের ৫ জুন মাত্র আটজন সদস্য নিয়ে সূচনা হয় সংগঠনটির। সেই ছোট পরিসর থেকেই আজ এটি প্রায় অর্ধশতাধিক সদস্যের প্রাণবন্ত পরিবারে পরিণত হয়েছে। সংগঠনটি দেশের স্বনামধন্য শিল্পী ক্লাবগুলোর আদলে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর মাসুদ, ওয়াহিদ ইকবাল মার্শাল, ওয়াসিম যুবরাজ ও স্নিগ্ধা শ্রাবণ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় নাথ ও মিষ্টি মারিয়া।
সাংগঠনিক সম্পাদক শিশির আহমেদ, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এমরান হাশো, সহ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কল্যাণ ও উন্নয়ন সম্পাদক আহমেদ সাজু, অনুষ্ঠান সম্পাদক জামাল রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামশেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমেদ ফারুক, স্বাস্থ্য সম্পাদক শামস আরফিন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হেদায়েত নান্নু। এ ছাড়া কার্যনির্বাহী পরিষদে সাতজন সদস্য নির্বাচিত হয়েছেন।
‘প্রিয়জন’ সংগঠনের নেতারা জানিয়েছেন, অভিনয়শিল্পীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন