শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০২:১৭ পিএম

জন্মদিনে ফেসবুকে আবেগঘন বার্তা পরিমণির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০২:১৭ পিএম

পরীমণি। ছবি- সংগৃহীত

পরীমণি। ছবি- সংগৃহীত

প্রতি বছর নিজের জন্মদিন জাঁকজমকভাবে উদযাপন করতে দেখা যেত জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে। তবে গত তিন বছর ধরে তিনি কোনো আনুষ্ঠানিক আয়োজন করেননি; ঘরোয়া পরিবেশেই কেটেছে দিনটি।

কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে দিনটি উদযাপন করেছেন আলোচিত এই তারকা।

২৪ অক্টোবর, নিজের জন্মদিনের দিন ফেসবুকে এক আবেগঘন বার্তায় নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।

তিনি লিখেছেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা—সবকিছু নিয়েই আজকের এই জীবন।’ পোস্টের শেষে নিজেকেই তিনি শুভ জন্মদিন জানিয়েছেন।

এর আগে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের জন্মদিনের কথা স্মরণ করিয়ে দেন পরী।

জানা যায়, এ বছর তিনি দেশে নেই, তাই আগেভাগেই কেক কেটে উদযাপন করেছেন দিনটি। কেক কাটার সময় তার পাশে ছিলেন ‘অর্ক’ নামে এক ব্যক্তি।

ছবিগুলো প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে—অর্ক কে, পরীর সঙ্গে তার সম্পর্ক কী?

পরে আরেক পোস্টে পরীমনি বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সূত্রে। তারা একই এলাকায় থাকেন এবং বন্ধুত্বের সূত্রে মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয়।

পরী লিখেছেন, ‘ও অনেক ছোট ছোট আবদার করে। তেমনি এক আবদারে ওর বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখি এই আয়োজন!’

পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।’

কাজের দিক থেকে পরীমণিকে সর্বশেষ দেখা গেছে অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন ছবি ‘ডোডোর গল্প’।

রূপালী বাংলাদেশ

Link copied!