বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ২০১২ সালে বলিউডে অভিষেক হয় এই নায়িকার। তারপর আর পেছন ফিরে দেখতে হয়নি তাকে। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আলিয়া। ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াডি’ সিনেমা মুক্তির পরে তার ক্যারিয়ারে উন্নতির মাত্রা দ্বিগুণ হয়েছে। গত বছর হলিউডেও কাজ শুরু করেছেন তিনি। কন্যাসন্তান রাহার জন্মের পর আলিয়ার আর আগের মতো অভিনয়ে তুমুল ব্যস্ততা নেই। হাতে আছে দু-একটা সিনেমা। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়ে রাহা ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বলিউড নায়িকা।
আলিয়াকে প্রশ্ন করা হয়, মেয়ে রাহা আসার পর তার ক্যারিয়ারের গতি কী ধীর হয়ে গেছে? উত্তরে তিনি বলেন, ‘আমার জীবনে এই মুহূর্তে সবার আগে আমার মেয়ে। আমি তাকে খুব ভালোবাসি। কিন্তু আপনারা বলতে পারেন যে আমার প্রথম ভালোবাসা সিনেমা আর কাজ, আর তাই আমি চেষ্টা করব।’
আলিয়া ভাটের মতো একই অবস্থা বলিউডের কয়েক বছর আগের জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রীদের। কাজল, রানী মুখার্জি, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রদ্ধা কাপুর, পরিণীতি চোপড়া, কিয়ারা আদভানি, কঙ্গনা রানাওয়াত, জ্যাকুলিন ফার্নান্দেজরা কয়েক বছর আগেও দাপিয়ে বেড়িয়েছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। তাদের তুমুল ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। তখন তাদের অভিনীত নতুন সিনেমা মুক্তি পেলে দর্শক হুমড়ি খেয়ে পড়ত প্রেক্ষাগৃহে। কিন্তু সাম্প্রতিক গত কয়েক বছর ধরে এই জনপ্রিয় বলিউড নায়িকাদের রুপালি পর্দায় খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার হয়ে উঠেছে। তাদের আজকাল তেমন কোনো নতুন সিনেমায় দেখা যাচ্ছে না। অধিকাংশের বিয়ে হয়েছে, হয়েছেন সন্তানের মা। তারা চুটিয়ে সংসার করছেন। আবার কেউ সন্তান সম্ভাবা হয়ে অভিনয় থেকে বিরতি নিয়েছেন। আলিয়া ভাটের মতো তাদেরও স্বামী, সন্তান, সংসার এখন টপ প্রায়োরিটি।
এমনিতেই ইদানীং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুঃসময় যাচ্ছে। একের পর এক সিনেমা ফ্লপ করছে অপ্রত্যাশিতভাবে। দক্ষিণী তামিল তেলেগু মালায়লাম সিনেমার দাপটে এখন বলিউডের করুণ দশা। এখন আগের মতো বড় বাজেটে বড় আয়োজনে তারকাবহুল সিনেমা হচ্ছে না তেমন। তবে বলিপাড়ায় কাজের ব্যস্ততা থেমে যায়নি। এখন সিনেমা হচ্ছে অপেক্ষাকৃত কম বাজেটে, নতুন নায়ক-নায়িকা নিয়ে।
চলতি বছরে বলিউডের ‘সাইয়ারা’ সিনেমাটি বক্স অফিসে রেকর্ড সৃষ্টিকারী ব্যবসা করেছে। এ সিনেমার নায়ক-নায়িকা দুজনই নতুন। আহান পান্ডে এবং আনীত পাড্ডা জুটির প্রথম সিনেমাটি রীতিমতো বাজিমাত করেছে। এখন তাদের কথা সবার মুখে মুখে আলোচিত হচ্ছে। ইতোমধ্যেই তাদের দুজনেরই হাতে বেশ কিছু নতুন সিনেমার কাজ চলে এসেছে। নতুন নায়িকা আনীত পাড্ডা রীতিমতো ক্রেজ সৃষ্টি করেছেন। নতুন সিনেমাতে তার ব্যস্ততা বেশ লক্ষণীয়।
একসময়ের জনপ্রিয় নায়িকা রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা ঠাডানির এ বছর ‘আজাদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে। প্রথম সিনেমাতেই রাশা দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন। তাকে নিয়ে বলিউডে এক ধরনের আগ্রহ সৃষ্টি হয়েছে। অচিরেই বেশ কিছু নতুন সিনেমাতে তাকে নায়িকা রূপে দেখা যাবে বলে জানা গেছে।
অনিল কাপুরের ছোট ভাই সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুর চলতি বছর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আখো কী গুস্তাকিয়া’ সিনেমাতে। সিনেমাটি ভালো না চললেও নতুন মুখ হিসেবে সানায়া কাপুর সবার নজর কেড়েছেন।
এদিকে, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর গত কয়েক বছর ধরে বলিউডের ব্যস্ততম তরুণী অভিনেত্রী হিসেবে পরিগণিত হচ্ছেন। এ বছর তাকে অনেকগুলো সিনেমায় দেখা গেছে। এর মধ্যে রয়েছে ‘হোমবাউন্ড’, ‘পরম সুন্দরী’ ও ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’ সিনেমাগুলো। যদিও জাহ্নবী অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বক্স অফিস রিপোর্ট সন্তোষজনক নয়। এ বছর জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি কাপুরকে ‘লাভয়াপা’ ও ‘নাদানিয়া’ সিনেমাতে দেখা গেছে। আগামীতে ‘মম টু’ সিনেমাতে দেখা যাবে।
সম্প্রতি বলিউডে পাঞ্জাবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বি ব্যস্ত হয়ে উঠেছেন। তাকে এ বছর ‘ভুল চুক মাফ’ সিনেমাতে দেখা গেছে। এর আগের বছর ‘বেবি জন’ সিনেমাতে দর্শকরা তাকে দেখেছেন। বর্তমানে তার হাতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিনেমা রয়েছে। এই সময়ে বলিউডে নতুন প্রজন্মের অভিনেত্রী শর্বরী ওয়াঘ বেশ আলোড়ন তুলেছেন। গত বছর তাকে ‘ভেধা’ ও ‘মুনজায়া’ সিনেমাগুলোতে দেখা গেছে। বর্তমানে কয়েকটি নতুন সিনেমাতে কাজ করছেন শর্বরী ওয়াঘ। এর মধ্যে অন্যতম একটি হলো ‘আলফা’। যেখানে তার সঙ্গে আলিয়া ভাটও আছেন।
তৃপ্তি দিমরি হিন্দি সিনেমার অঙ্গনে পদচারণা করছেন কয়েক বছর ধরে। তবে ‘অ্যানিমেল’ সিনেমাতে রণবীর কাপুরের বিপরীতে দুঃসাহসী অভিনয়ের সুবাদে নতুন করে আলোচনায় এসেছেন। এরপর তাকে ‘ব্যাড নিউজ’, ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’, ‘ভুল ভুলাইয়া থ্রি’, ‘ধাড়াক টু’ সিনেমাগুলোতে নায়িকা হিসেবে দেখা গেলেও তেমন প্রভাবিত করতে পারেননি দর্শক-সমালোচকদের। বর্তমানে ‘রোমিও’, ‘স্প্রিট’ প্রভৃতি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই তন্বী অভিনেত্রী।
দক্ষিণী সিনেমার ব্যস্ত জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা এখন বলিউডের সিনেমাতেও নিজেকে বেশ ব্যস্ত ও চাহিদাসম্পন্ন করে তুলেছেন। সেই ‘অ্যানিম্যাল’ থেকে শুরু করে ‘ছাবা’, ‘সিকান্দার’, ‘কুবেরা’সহ সাম্প্রতিক সময়ের ‘থামা’ সিনেমাতে তার উজ্জ্বল উপস্থিতি সবাইকে চমকিত করেছে।
চলতি বছরে পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া পর পর বেশ কয়েকটি বলিউড সিনেমায় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয়ের সুবাদে আলাদাভাবে নজর কেড়েছেন। এর মধ্যে ‘বাগি ফোর’, ‘হাউজফুল ফাইভ’ ও ‘এক দিওয়ানা কি দিওয়ানিয়া’-এর কথা বলা যায়। আগামীতে তাকে ‘বর্ডার টু’ সিনেমাতে অন্যতম প্রধান নারী চরিত্রে দেখা যাবে। সারা আলি খানকে এখন আর আগের মতো আকর্ষণীয় লাগছে না পর্দায়। তিনি আছেন অনন্যা পান্ডেদের মতো। যদিও তার অভিনীত সিনেমা মাঝে মাঝে মুক্তি পাচ্ছে।
মেধাবী অভিনেত্রী ফাতিমা সানা শেখ, মানুষী চিল্লার, সানিয়া মালহোত্রা, বাণী কাপুর, ভূমি পেডনেকার, দিশা পাটানি, কৃতি শ্যানন, মরুণাল ঠাকুর বলিউডের সিনেমায় হঠাৎ হঠাৎ ঝলসে উঠছেন বটে তবে তারা কেউই শক্ত অবস্থানে দাঁড় করাতে পারেননি নিজেদের। এটা তাদের এক ধরনের ব্যর্থতা বলা চলে। অনন্যা পান্ডে আছেন বেশ কয়েক বছর ধরে। স্টারকিড হিসেবে বড় বড় ব্যানারের আনুকূল্য পেয়ে আসছেন তিনি। তবে দর্শকপ্রিয় নায়িকা হয়ে উঠতে পারছেন না অনন্যা।
‘লাপাত্তা লেডিস’খ্যাত নিতাংশী গোয়েল এবং প্রতিভা রানতা তাদের মেধার প্রমাণ দিয়ে সবার হৃদয়ে ঠাঁই করে নিতে পেরেছেন। এখন তারা দুজন নায়িকা হিসেবে অভিনয় করছেন বেশ কিছু নতুন সিনেমায়। বলিউড বাদশা শাহরুখ খান তার কন্যা সুহানা খানকে সিনেমার নায়িকা হিসেবে ব্রেক দিতে চলেছেন। নির্মাণাধীন ‘কিং’ সিনেমাতে বাপ বেটি একসঙ্গে অভিনয় করছেন। এমনিতেই একজন গ্ল্যামারাস তারকা হিসেবে পরিচিত সুহানার বলিউড অভিষেক বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী দিনগুলোতে সুহানা যদি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা সম্রাজ্ঞী হিসেবে আবির্ভূত হন তাহলে হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না। নতুনের আগমনে পুরোনোদের জায়গা ছেড়ে দিতে হয় বাস্তব অবস্থার প্রেক্ষিতে। এখন বলিউডের অপেক্ষাকৃত জ্যেষ্ঠ, প্রতিষ্ঠিত জনপ্রিয় হিসেবে বিবেচিত পুরোনো নায়িকাদের দাপট আর নেই রুপালি পর্দায়। খুব জোরালোভাবে না হোক মোটামুটি এক ধরনের ব্যস্ততা, ক্রমাগত চাহিদা বৃদ্ধির কারণে নতুন আসা অপেক্ষাকৃত কম বয়সি নায়িকারা দিনে দিনে দাপট বিস্তার করে চলেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন