শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০২:২৫ এএম

ফিলিস্তিনে জাতীয় সংলাপ

জাতীয় সংলাপে সব দলের সঙ্গে বসতে প্রস্তুত হামাস

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০২:২৫ এএম

জাতীয় সংলাপে সব দলের  সঙ্গে বসতে প্রস্তুত হামাস

  • সম্পতি মিসরের মধ্যস্থতায় কায়রোতে বৈঠক হয়েছে পশ্চিম তীরে ক্ষমতাসীন কর্তৃপক্ষ ফাতাহ এবং হামাসের নেতাদের মধ্যে
  • গাজা ও পশ্চিম তীরে সক্রিয় রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক আরও বাড়ানো উচিত বলে মনে করে হামাস

ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহসহ সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত গাজা উপত্যকা নিয়ন্ত্রণাকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাসেম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সেই সাক্ষাৎকারে হাজেম কাসেম জানান, সম্পতি মিসরের মধ্যস্থতায় কায়রোতে বৈঠক হয়েছে পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি-পিএ) জোটের প্রধান শরিক ফাতাহ এবং হামাসের নেতাদের মধ্যে। সেই বৈঠকের পরেই এ সিদ্ধান্ত নিয়েছে হামাসের হাইকমান্ড।

হাজেম বলেন, ‘পিএ হলো এমন একটি ফিলিস্তিনি প্রতিষ্ঠান যাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমরা খোলা মনে সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপে বসতে চাই এবং পিএ জোট, জোটের সব শরিক এবং ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি হাত বাড়িয়ে দিতে চাই।’

হাজেম জানান, বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ফিলিস্তিন যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে গাজা ও পশ্চিম তীরে সক্রিয় রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক আরও বাড়ানো উচিত বলে মনে করে হামাস। আনাদোলু এজেন্সিকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সদ্যই একটি ভয়াবহ যুদ্ধকে পেছনে ফেললাম, তবে বিপদ এখনো কাটেনি। যদি কোনো বিপর্যয় ঘটে, তাহলে শুধু হামাস নয়, বরং গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী সব ফিলিস্তিনি তার ভুক্তভোগী হবে।’

২০০৬ সালের আগ পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি-পিএ)। এই জোটের বৃহত্তম শরিক দল ফাতাহ। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহর শীর্ষ নেতা। ফিলিস্তিনের বৈধ সরকার হিসেবে পিএ জোট বৈশ্বিকভাবে স্বীকৃত।

২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকার দখল নেয় হামাস এবং ফাতাহকে উপত্যকা থেকে বিতাড়িত করে। সেই থেকে ফাতাহ এবং পিএ জোটের সঙ্গে হামাসের সম্পর্ক চরম বৈরী। ২০০৬ সালের পর থেকে এখন পর্যন্ত গাজায় আর নির্বাচন হয়নি।

গাজায় ফিলিস্তিনি বাহিনীর অভিযান চলাকালে ২০২৪ সালে ফাতাহ এবং হামাসের মধ্যে নিজেদের মতপার্থক্য ভুলে ঐক্য স্থাপনের চেষ্টা করেছিল চীন। বেইজিংয়ে দুই দলের নেতাদের বৈঠকও হয়েছিল। তবে সেই বৈঠক থেকে কোনো সন্তোষজনক ফলাফল আসেনি।

এর পর মিসরের মধ্যস্থতায় গতকাল কায়রোতে বৈঠক হয়েছে হামাস ও ফাতাহ নেতাদের। সেই বৈঠক শেষ হওয়ার পর আনাদোলু এজেন্সিকে সাক্ষাৎকার দিয়েছেন হাজেম কাসেম।

 

রূপালী বাংলাদেশ

Link copied!