নতুন একটি সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা বনি সেনগুপ্ত। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, নতুন সিনেমা ‘বানসারা’র শুটিং সেটেই এ দুর্ঘটনার শিকার হয়েছেন বনি। কলকাতার একটি গোডাউনে শুটিং চলছিল।
নির্মাতা আতিউল ইসলাম জানিয়েছেন, বর্তমানে সুস্থ রয়েছেন বনি। প্রযোজনা সংস্থা থেকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তার। এ জন্য কোনো সমস্যা হয়নি।
অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, সিনেমাটির জন্য দীর্ঘদিন ধরে তৈরি করতে হয়েছে নিজেকে। চুল ছোট করতে হয়েছে। শুটিংয়ের দিন কিছু অ্যাকশন দৃশ্যের কাজ চলছিল। তখন হঠাৎ পায়ের গোড়ালিতে চোট পাই। রক্তে লাল হয়ে যায় পা। তবে দর্শকদের ভালো একটি চরিত্র ও সিনেমা উপহার দিতে, এই চোট একজন অভিনেতার কাছে কিছুই না। আপাতত ভালো আছি আমি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন