জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক এখন ধীরে ধীরে টিকটকের ধাঁচে রূপ নিচ্ছে। ফেসবুকের মূল কোম্পানি মেটা জানিয়েছে, তারা রিলস (Reels) ফিচারকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে বড় পরিবর্তন আনছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘসময় ভিডিও কনটেন্টে যুক্ত থাকতে আগ্রহী হন।
নতুন আপডেটের অংশ হিসেবে ফেসবুকে যুক্ত হচ্ছে ‘ফ্রেন্ড বাবল’ (Friend Bubble) নামের এক বিশেষ ফিচার। এই ফিচারের মাধ্যমে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে, সেই ভিডিওর নিচের কোণে বন্ধুর প্রোফাইল বাবল দেখা যাবে।
মেটার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বন্ধুদের লাইক দেখা সবসময়ই ফেসবুক অভিজ্ঞতার মূল অংশ ছিল। এখন আমরা নতুন ফিচারের মাধ্যমে সেই সংযোগ আরও মজবুত করছি।’
এই বাবলে ট্যাপ করলেই ব্যবহারকারীরা সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন। ফলে রিলস দেখা থেকে শুরু করে কথোপকথন পর্যন্ত একীভূত অভিজ্ঞতা তৈরি হবে বলে জানিয়েছে মেটা।
এছাড়াও ফেসবুকের রিকমেন্ডেশন ইঞ্জিন বা অ্যালগরিদম আরও উন্নত করা হয়েছে। মেটার দাবি, নতুন অ্যালগরিদম এখন ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে নিয়ে আরও প্রাসঙ্গিক ভিডিও রিলস দেখাতে সক্ষম।
মেটার তথ্যমতে, বর্তমানে ফেসবুক ব্যবহারকারীরা আগের তুলনায় ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন। প্রতিদিন প্রকাশিত ভিডিওর মধ্যে প্রায় ৫০ শতাংশই রিলস, এবং এর বেশিরভাগই ক্রিয়েটরদের একই দিনের আপলোড। ফলে ব্যবহারকারীরা আরও বেশি নতুন ও সাম্প্রতিক কনটেন্ট দেখতে পাচ্ছেন।
চলতি বছরের শুরুতে সিইও মার্ক জুকারবার্গ বলেছিলেন, তিনি ‘পুরনো দিনের ফেসবুক অভিজ্ঞতা’ ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই নতুন পরিবর্তনগুলো মূলত টিকটকের মতো ভিডিও অভিজ্ঞতা তৈরির অংশ।
এর আগে গত জুনে মেটা ঘোষণা করেছিল, এখন থেকে ফেসবুকের সব ভিডিওই রিলস ফরম্যাটে প্রদর্শিত হবে এবং এর দৈর্ঘ্যেও কোনো সীমা থাকবে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন