অমর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর এবার তাদের অবস্থান শনাক্তকরণের কাজ শুরু করেছে পুলিশ। রমনা থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
গত ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। আদালতের নির্দেশের এক দিনের মধ্যেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক।
অন্য আসামিরা হলেন-প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।
ওসি ওমর ফারুক বলেন, সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিগগিরই ১১ অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, আসামিদের মধ্যে কয়েকজন দেশের বাইরে আছেন, বাকিরা দেশে অবস্থান করছেন। যাতে তারা বিদেশে পালাতে না পারেন, সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। দেশে থাকা আসামিদের অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে।
আমরা যতটা সম্ভব দ্রুত কাজ এগিয়ে নিচ্ছি। আশা করছি, খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারব, যোগ করেন তিনি।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। প্রথমে এটি আত্মহত্যা হিসেবে দাবি করা হয়, তবে সালমানের পরিবার অভিযোগ করে-তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন