যে কারণে সালমান শাহ আজও চির আধুনিক
সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:১৮ পিএম
আজ ১৯ সেপ্টেম্বর, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি বিশেষ দিন। এই দিনে জন্মেছিলেন সালমান শাহ, যাকে অনেকে বলেন নব্বইয়ের দশকের পর্দার রাজপুত্র। মাত্র চার বছরের ক্যারিয়ার, অথচ তার জনপ্রিয়তা আজও অমলিন। মৃত্যুর প্রায় তিন দশক পরও সালমান শাহ রয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়ে, এক চিরসবুজ স্বপ্নপুরুষ হয়ে।
জন্ম ও শৈশব:
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর...