বিমানের ইকোনমি ক্লাসে চড়লেন সুপারস্টার রজনী
এপ্রিল ২৮, ২০২৫, ০৬:১৩ পিএম
নতুন সিনেমার কাজ শেষ করে বিমান ধরলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তবে আশ্চর্যের ব্যাপার, তিনি ইকোনমি ক্লাসেই ভ্রমণ করলেন। বিমানে উঠতেই যেন ঝড় উঠল যাত্রীদের মাঝে।
মুহূর্তের মধ্যে চারপাশ থালাইভা থালাইভা ধ্বনিতে মুখর হয়ে উঠল। রজনীকান্ত হাসিমুখে হাত নাড়লেন, সবাইকে শুভেচ্ছা জানালেন। এমনকি পরে নিজ আসনে গিয়ে শান্তভাবে বসেও পড়লেন। এই দৃশ্য...