শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০২:০১ এএম

ফেডারেশন কাপ

শেখ মোরসালিন-দিয়াবাতের জোড়া গোলে আবাহনীর জয়

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০২:০১ এএম

শেখ মোরসালিন-দিয়াবাতের  জোড়া গোলে আবাহনীর জয়

শেখ মোরসালিন ও সুলেমানে দিয়াবাতের জোড়া গোলে ফেডারেশন কাপে রোমাঞ্চকর জয় পেয়েছে আবাহনী। শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় তারা ৪-২ গোলে হারায় ফকিরেরপুলকে। ফকিরেরপুলের হয়ে দুটি গোল করেন শান্ত টুডু ও মোহাম্মদ রিয়াদ। খেলার প্রথমার্ধেই তিন গোল করে লড়াইয়ের নিয়ন্ত্রণ নেয় আবাহনী। একপেশে ম্যাচে দ্বিতীয়ার্ধে প্রাণ ফেরায় ফকিরেরপুল। কিন্তু পেরে ওঠেনি না। ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচ জিতে ফেডারেশন কাপ শুরু করল আকাশি-নীল জার্সিধারীররা।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে আবাহনী। গোলের দেখা মিলে যায় পঞ্চম মিনিটে। জাফর ইকবালের পাস ধরে বক্সে ঢুকে পড়া দিয়াবাতেকে ফাউল করেন গোলকিপার সাজু আহমেদ। সফল স্পট কিকে আবাহনীকে এগিয়ে নেন দিয়াবাতেই। সমতায় ফেরার ভালো সুযোগ ফকিরেরপুল পায় চতুর্দশ মিনিটে। বক্সের বাইরে থেকে মোস্তফা মাহমুদের নিচু শট গোলরক্ষক প্রীতম হাসানকে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়। আবাহনী ব্যবধান দ্বিগুণ করে ৩৩ মিনিটে, মোরসালিনের গোলে। মাঝমাঠ থেকে দিয়াবাতের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে সামনে এগিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ছয় মিনিট পর আরেক সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন দিয়াবাতে। বক্সে মালির এই ফরোয়ার্ডকে মোহামেদ ফোফানা জার্সি টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর আল আমিন দুটি ভালো সুযোগ নষ্ট করলেও চালকের আসনে থেকেই বিরতিতে যায় প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় ফকিরেরপুল। মোস্তফা আব্দুলের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক ওপর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন শান্ত। প্রীতম লাফিয়েও পাননি বলের নাগাল।

কিছুটা সময় ধীরলয়ে খেলা আবাহনী ৬৩ মিনিটে ব্যবধান ফের বাড়িয়ে নেয়। সতীর্থের কাটব্যাক থেকে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন মোরসালিন। ছয় মিনিট পর বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলমুখে পাস বাড়ান বেন ইব্রাহিম, টোকায় বাকি কাজটুকু সারেন রিয়াদ। তাতে ফকিরেরপুলের ম্যাচে ফেরার সম্ভাবনা টিকে থাকে, যদিও পরে আর তেমন কিছু করতে পারেনি তারা। ৭৯ মিনিটে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন মোরসালিন। সতীর্থের আড়াআড়ি ক্রসে টোকা ঠিকই দিয়েছিলেন তিনি, কিন্তু বল যায় সরাসরি গোলরক্ষকের কাছে। একটু এদিক-ওদিক হলেই বল খুঁজে পেতে পারত ঠিকানা। গ্রুপের অন্য ম্যাচে, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যেকার ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।

 

রূপালী বাংলাদেশ

Link copied!