তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের কোনাবাড়ীতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৫ অক্টোবর) সকালে কোনাবাড়ী থানা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রবিউল ইসলাম রবি ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
নিজ আঙিনায় পরিষ্কার রাখি সবার জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সদস্য সচিব মো. সাজ্জাদুর রহমান মামুন বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কয়েক শতাধিক নেতাকর্মীকে নিয়ে কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ সময় তিনি নিজ আঙিনাসহ আশপাশের এলাকা পরিষ্কার রাখতে সবার প্রতি আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন