তরুণরা বইবিমুখ হওয়ায় রাজনীতিতে ‘জ্ঞানহীনতা’ বাড়ছে?
সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৬:০৪ পিএম
একটা সময় ছিল, যখন বইপড়া কেবল জ্ঞান অর্জন নয়, বরং জীবন পাল্টে দেওয়ার এক হাতিয়ার হিসেবেও বিবেচিত হতো। সেই সময়ে বই ছিল সমাজ পরিবর্তনের নীরব কাণ্ডারি, জ্ঞানের সেতুবন্ধন, আত্মউন্নয়নের বাহন। কিন্তু আজ, একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শেষে এসে, আমাদের সামনে বড় এক প্রশ্ন, মানুষ কি আর আগের মতো পড়ে না? এবং...