চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকটি ‘খুবই ভালো হবে’ বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ অক্টোবর) হোয়াইট হাউস থেকে এশিয়া সফরের উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্কনীতি ছাড়াও তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো উঠে আসবে।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি’র সঙ্গে আলোচনার অনেক বিষয় আছে, তারও আমাদের সঙ্গে আলোচনার অনেক কিছু আছে। আমি মনে করি, এটি একটি ভালো বৈঠক হবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা বর্তমানে তাদের (চীনের) ওপর ১৫৭ শতাংশ শুল্ক আরোপ করেছি। আমি মনে করি এটি তাদের জন্য টেকসই নয়, তারা এটি কমাতে চায়। আমরাও কিছু ছাড় বা শর্ত চাই।’
এশিয়া সফরের সময়সূচি
ট্রাম্প আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে তিনি রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আসিয়ান নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।
পরে তিনি জাপানের রাজধানী টোকিও সফরে যাবেন। সেখানে তিনি নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন।
সবশেষে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে যবেন। সেখানে তার দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে সাক্ষাতের কথা আছে।
এরপর তিনি এপেক সিইও মধ্যাহ্নভোজে ভাষণ দেবেন এবং যুক্তরাষ্ট্র- এপেক নেতাদের নৈশভোজে অংশগ্রহণ করবেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন